আলহাজ্ব শাহ্রিয়ার আলমের অব্যহত প্রচেষ্টায় চারঘাট ও বাঘা প্রতিটি গ্রামেগঞ্জের ঘরে ঘরে জ্বলছে বিদ্যুতের আলো। পাশাপাশি তিনি সৌর বিদ্যুতের মাধ্যমে তিনি আলোকিত করেছেন গ্রামের মেঠোপথ। গ্রামের মোড় কিংবা ছোট ছোট বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করেছেন সোলার স্ট্রিট লাইট।
একটা সময় ছিল যখন সন্ধার পরপরই চারঘাট-বাঘার গ্রামের মেঠোপথ ও অলিগলি হয়ে যেত অন্ধকারাচ্ছন্ন। সৃষ্টি হত ভুতুরে পরিবেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগোপোযোগী সীধান্ত এবং আলহাজ্ব মো: শাহরিয়ার আলম, এমপির প্রচেষ্টায় পাল্টে গেছে চারঘাট-বাঘার সেই চিত্র। গ্রামের অলিগলিতে, কাঁচা-পাকা রাস্তায়, গোরস্থানে, মসজিদে, মন্দিরে, দু:স্থ পারবারের আঙ্গিনায় জ্বলছে সৌর বিদূত্যের আলো। মাত্র গত দুই বছর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচীর আওতায় স্থানীয় এমপির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে সৌর বিদ্যুতায়নের এই প্রক্রিয়া।
গত দুই বছরে চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন গ্রামের গোরস্থান, মসজিদ, মন্দির এবং বাড়িতে ১৪২৮টি সোলার প্যানেল এবং বিভিন্ন গ্রাম্য রাস্তায়, মোড়ে মোড়ে, ছোট ছোট বাজারে ৮৩৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
ইউনিয়ন | সোলার হোম | স্ট্রীট লাইট |
---|---|---|
বাজুবাঘা | ৫৫ | ৫৮ |
গড়গড়ি | ৬০ | ৫০ |
পাকুরিয়া | ৮২ | ৭৭ |
মনিগ্রাম | ১৬২ | ৬২ |
বাউসা | ১৭৭ | ৬৫ |
আড়ানি | ৩৫ | ৪২ |
চকরাজাপুর | ২১৭ | ১৭ |
বাঘা পৌর | ৪৬ | ৪১ |
আড়ানি পৌর | ২১ | ৪৯ |
চারঘাট পৌরসভা | ৫৩ | ৮০ |
ইউসুফপুর | ৮৬ | ৪৯ |
শলুয়া | ৮৬ | ৫৯ |
সরদহ | ৭৬ | ৩২ |
নিমপাড়া | ১০৮ | ৫০ |
চারঘাট | ৯২ | ৫০ |
ভায়ালক্ষীপুর | ১০৮ | ৪২ |